কালীগঞ্জে যুব দিবস-২০১৮ পালিত
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:“জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে যুব দিবস-২০১৮ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পিতবার সকালে উপজেলা পরিষদের নতুন হলরুমে যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাসুম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোঃ শরিফা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, ব্যবস্থাপক জনতা ব্যাংক আব্দুল করিম, সোনারবাংলা ফাউন্ডেশন নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ। এসময় হাস,মুরগী, গাভী পালন, গরু মোটা-তাজা করণ ও পোশাক তৈরী জন্য ৩২জন বেকার যুবদের মাঝে ১২ লক্ষ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
No comments