ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি:‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বাইসাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে হামদহ এলাকার যুব ভবনে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করা হয়। পরে যুব ভবন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আছাদুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর ইকবাল মাহমুদ, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আব্দুল্লাহ আল বাকী প্রমুখ। শেষে যুবদের মাঝে সনদপত্র, সম্মাননা ও ঋণ বিতরণ করা হয়।

No comments

Powered by Blogger.