মহেশপুরে আওয়ামীলীগে উপ-কোন্দল ৩শ গজের মধ্যে পৃথক ৩ স্থানে জেলহত্যা দিবস পালিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কোন্দল বৃদ্ধি পাচ্ছে। পৃথক পৃথক ভাবে ৩শ গজের মধ্যে ৩ গ্রুপের জেলহত্যা দিবস পালিত হয়েছে।৩রা নভেম্বর জাতীয় চার নেতার জেলহত্যা দিবস মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার বিকালে মহেশপুর বাসষ্ট্যান্ডে বর্তমান এমপি নবী নেওয়াজ গ্রুপের নেতা-কর্মীদের উদ্যোগে তার দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি ১শ গজ দূরে সাবেক মহিলা এমপি পারভীন তালুকদার মায়া’র গ্রুপের নেতা-কর্মীদের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে সাবেক এমপি শফিকুল আজম খান চঞ্চল গ্রুপের উদ্যোগে হাই স্কুল মার্কেটে তার কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সকালে উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে জেলহত্যার প্রতিবাদে এক বিক্ষোভ-মিছিল বের হয়। স্থানীয় জনগণ তাদের কোন্দলের বলি না হয় সে ভয়ে তটস্থ রয়েছে। তারা প্রশাষনের সজাগ দৃষ্টি কামনা করেছে।

No comments

Powered by Blogger.