শুক্রবার থেকে কালীগঞ্জে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার (২ নভেম্বর) থেকে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হচ্ছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার আনুষ্ঠানিকভাবে এ ইজতেমার উদ্বোধন করেন। শুক্রবার আম বয়ানের মধ্যে দিয়ে ইজতেমা শুরু হবে। এছাড়া জুম্মার নামাজে প্রায় ৩০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি একত্রিত হয়ে নামাজ আদায় করবেন বলে জানাগেছে। ইজতেমা আয়োজক কমিটি সূত্রে জানাগেছে, ঝিনাইদহ জেলাসহ আশপাশের বেশ কয়েকটি জেলার ৬০ হাজারের বেশি মুসল্লিরা কালীগঞ্জের পাইকপাড়া স্কুল মাঠের ইজতেমায় অংশ গ্রহণ করবেন। শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া ইজতেমা চলবে রোববার পর্যন্ত। এছাড়া আজ শুক্রবার ইজতেমা মাঠে ৩০ হাজারের মত মুসল্লি একত্রিত হয়ে জুম্মার নামাজ আদায় করবেন বলে আয়োজক কমিটির ধারণা।
আগামী রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে জেলাব্যাপী এ ইজতেমা শেষ হবে। ইজতেমা উপলক্ষে বাঁশ দিয়ে মাঠ ঘেরা, ত্রিপল দিয়ে ছাউনি দেওয়াসহসহ যাবতীয় কর্মকা- সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে ঝিনাইদহ জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেছে।
আগামী রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে জেলাব্যাপী এ ইজতেমা শেষ হবে। ইজতেমা উপলক্ষে বাঁশ দিয়ে মাঠ ঘেরা, ত্রিপল দিয়ে ছাউনি দেওয়াসহসহ যাবতীয় কর্মকা- সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে ঝিনাইদহ জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেছে।
No comments