মহেশপুর থানা শিবির সেক্রেটারী গ্রেফতার
মহেশপুর ( ঝিনাইদহ ) প্রতিনিধীঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশির মহেশপুর থানা শাখার সেক্রেটারী মোঃ জামিল হাসান গ্রেফতার হয়েছেন।
গত ২৮ তারিখ সন্ধাবেলা নিজ বাসার সামনে থেকে জামিল হাসানকে গ্রেফতার করা হয়। জামিল হাসানের বাড়ি মহেশপুর থানার মান্দারবাড়ীয়া গ্রামে। পারিবারিক সূত্রে প্রকাশ স্থানীয় পুড়াপাড়া বাজারে তাদের দোকান থেকে ফেরার পথে বাসার সামনে অপেক্ষমান ছয় সাত জন আইন সৃঙ্খলা রক্ষা বাহিনির সদস্য তাকে গ্রেফতার করে নিয়ে দত্তনগর পুলিশ ফাড়িতে আটকিয়ে রাখে। তার নামে কোন মামলা বা ওয়ারেন্ট নেই বলে জানানো হয়। একই সময়ে আটক করা হয় মোর্শেদ আলী নামের একজনকে। মোর্শদ আলী বলেন তাকেও গ্রেফতার করাহয় সন্ধাবেলা তবে কোন এক অজ্ঞাত কারনে ছেড়ে দেওয়া হয়। ২৯ তারিখ বিকালে তাকে আদালতে প্রেররণ করা হয়।
গত ২৮ তারিখ সন্ধাবেলা নিজ বাসার সামনে থেকে জামিল হাসানকে গ্রেফতার করা হয়। জামিল হাসানের বাড়ি মহেশপুর থানার মান্দারবাড়ীয়া গ্রামে। পারিবারিক সূত্রে প্রকাশ স্থানীয় পুড়াপাড়া বাজারে তাদের দোকান থেকে ফেরার পথে বাসার সামনে অপেক্ষমান ছয় সাত জন আইন সৃঙ্খলা রক্ষা বাহিনির সদস্য তাকে গ্রেফতার করে নিয়ে দত্তনগর পুলিশ ফাড়িতে আটকিয়ে রাখে। তার নামে কোন মামলা বা ওয়ারেন্ট নেই বলে জানানো হয়। একই সময়ে আটক করা হয় মোর্শেদ আলী নামের একজনকে। মোর্শদ আলী বলেন তাকেও গ্রেফতার করাহয় সন্ধাবেলা তবে কোন এক অজ্ঞাত কারনে ছেড়ে দেওয়া হয়। ২৯ তারিখ বিকালে তাকে আদালতে প্রেররণ করা হয়।
No comments