কালীগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ১৩১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মন্টু কাজী (২৮) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।সোমবার রাতে মোবারকগঞ্জ সুগার মিল সংলগ্ন বাবরা রোড নামক থেকে থানার এসআই সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন। মন্টু কাজী উপজেলার হাজীপুর মুন্দিয়া গ্রামের আবুল হোসেনের পুএ ।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে থানার এসআই সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে সুগারমিল সংলগ্ন বাবরা মোড়ে অভিযান চালায়। এ সময় ১৩১ পিচ ইয়াবাসহ মন্টু কাজীকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
No comments