হাসপাতালে ব্যারিস্টার মইনুল


শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে ব্যারিস্টার মইনুল হোসেনকে। আজ শনিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়া হয় বলে নিশ্চিত করেছেন কারাগারের জেলার আমজাদ হোসেন ডন।
তবে পরীক্ষার-নিরীক্ষার পর তাকে কারাগারে পাঠানো হবে নাকি হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হবে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত ৩ নভেম্বর জামিন আবেদন শুনানির জন্য ঢাকা থেকে রংপুর কারাগারে আনা হয় ব্যারিস্টার মইনুল হোসেনকে। পরে ৪ নভেম্বর তাকে আদালতে হাজির করে জামিন আবেদন জানালে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় শারীরিক অবস্থা বিবেচনা করে তার চিকিৎসা ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে আবেদন জানান ব্যারিস্টার মইনুলের আইনজীবী।

No comments

Powered by Blogger.