কালীগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরনে কৃষক মাঠ দিবস
স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কালীগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করনে খাদ্য নিরাপদতার সুনির্দিষ্ট নিয়মাবলী বিষয়ে কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার লুচিয়া গ্রামে পাতাকপি, বনখিদ্দা ও বেথুলি গ্রামে বেগুন চাষিদের নিয়ে এ মাঠদিবস অনুষ্ঠিত হয়। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা (এফএও) এর সহযোগিতায় বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে বুধবার দুপুরে পৃথক মাঠ দিবসে অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার (সম্প্রসারন) হুমায়ন কবির, আব্দুল্লাহ আল নোমান। অন্যান্যের মধ্যে মাঠ দিবেসে উপস্থিত ছিলেন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম টিটো, উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, রমেন চন্দ্র বিশ্বাস, কিশোর কুমার কাজল, ইশারত মন্ডল, গোলাম রহমান প্রমুখ।
No comments