ইভিএমের ৬ আসন চূড়ান্ত
চিত্রা নিউজ ডেস্ক: আগামী একাদশ জাতীয় নির্বাচনে কোন কোন আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে, তা দ্বৈবচয়নের মাধ্যমে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।খবর ইউএনবির। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় নির্বাচন ভবনে সাংবাদিকদের উপস্থিতিতে দ্বৈবচয়নের মাধ্যমে ছয়টি ক্যাটাগরিতে এই ছয় আসন নির্ধারণ করা হয়। ছয়টি ক্যাটাগরির ওই ছয়টি আসনের মধ্যে রয়েছে- ঢাকা-৬ ও ১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২।
এসব আসনের প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।
এসব আসনের প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।
No comments