কালীগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্টিত
স্টফ রিপোর্টার: ঝিনাইদহের কালীগঞ্জের ঘোষ নগর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার বিনামূল্যে এক চক্ষু শিবির অনুষ্টিত হয়। চক্ষু শিবির উদ্ভোদন করেন কালীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ,উপস্থিত ছিলেন কালীগঞ্জ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপ্রতি আনিচুর রহমান মিঠু মালিথা সহ অন্যান্য নেতৃবন্দ। দিন ব্যাপি চক্ষু শিবিরে ৫২০ জন রুগীকে চিকিৎসা দেওয়া হয়। এবং ৫৬ জন রুগীকে ছানি অপারেশনের জন্য খুলনা শিরোমণি হাসপাতপলে পাঠানো হয়।চক্ষু শিবিরে চিকিৎসক বৃন্দ হচ্ছে-ডা:যুবায়ের রিয়াল(এ্যাসিসটেন সার্জন),ডা:এস এম সাগর(এ্যাসিসটেন সার্জন),ডা: জসিম উদ্দিন I সহকারী হিসেবে ছিলেন শেখ আব্দুল্লাহ ,
মেহেদী প্রমুখ।
মেহেদী প্রমুখ।
No comments