কালীগঞ্জে দুই শিক্ষার্থীর অপমৃত্যু
কালীগঞ্জ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জে মসজিদের ছাদ থেকে পড়ে আব্দুস সোবহান (১৩) নামের মাদরাসা ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধায় ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। এরআগে সকালে মসজিদের ছাদ থেকে পড়ে মাথায় আঘাত পায়। নিহত সোবহান কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর পশ্চিমপাড়ার আদিল উদ্দীনের ছেলে। এছাড়া সে আড়পাড়া শিবনগর ইব্রাহিমা হাফেজিয়া মাদরাসায় লেখাপড়া করত। রাত সাড়ে ৭টার সময় তার মরদেহ নিজ বাড়ি কাশিপুরে আনা হয়।
মাদরাসায় দায়িত্বরত মাওলানা সাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার সকালে মাদরাসার ছাত্ররা যখন ঘুমিয়ে ছিল তখন সোবাহান ঘুম থেকে উঠে মসজিদের ছাদে উঠতে যেয়ে পড়ে যায়। এতে সে মাথায় মারাত্বক জখম হয়। এসময় তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হলে বিকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুর পৌছালে সে মারা যায়। এ ছাড়াও শহরের পশু হাসপাতাল পাড়ার আন্ডন সিকদারের মেয়ে এসএসসি পরীক্ষার্থী অননন্যা সিকদার মৌ মায়ের উপর অভিমান করে মঙ্গলবার বিকালে নিজ ঘরের ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মাদরাসায় দায়িত্বরত মাওলানা সাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার সকালে মাদরাসার ছাত্ররা যখন ঘুমিয়ে ছিল তখন সোবাহান ঘুম থেকে উঠে মসজিদের ছাদে উঠতে যেয়ে পড়ে যায়। এতে সে মাথায় মারাত্বক জখম হয়। এসময় তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হলে বিকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুর পৌছালে সে মারা যায়। এ ছাড়াও শহরের পশু হাসপাতাল পাড়ার আন্ডন সিকদারের মেয়ে এসএসসি পরীক্ষার্থী অননন্যা সিকদার মৌ মায়ের উপর অভিমান করে মঙ্গলবার বিকালে নিজ ঘরের ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
No comments