বিএনপি নির্বাচনে আসছে, কোনও সন্দেহ নেই: কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই।’ শনিবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জোটগতভাবে নির্বাচনের অংশগ্রহণ করবে কিনা তা জানাতে আওয়ামী লীগ নির্বাচন কমিশনের কাছে সময় চাইবে বলেও জানান ওবায়দুল কাদের।

নির্বাচনকে সামনে রেখে আওয়ামী শিবিরে উৎসব থাকলেও বিএনপিতে কোনও চাঞ্চল্য না থাকার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কাদের বলেন, ‘বিরোধী শিবিরে উৎসব কেন নেই তা জানি না। তবে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন এ ব্যাপারে সন্দেহ নেই, সংশয় নেই। আমরা আশাবাদী।’
রাজশাহীর সমাবেশে বিএনপির বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এটা নির্বাচনি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বক্তব্য গতকাল রাজশাহীতে দিয়েছে, সেই বক্তব্য তফসিল ঘোষণার পরে কেউ দিতে পারে না। গরম গরম ভাষণ, আন্দোলনের কর্মসূচি দেওয়া, নির্বাচনের আইন ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’
এর আগে শুক্রবার রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দিলে, দেশের সব রাজনৈতিক দলের সমান অধিকার নিশ্চিত এবং গ্রহণযোগ্য তফসিল হলেই কেবল নির্বাচন হবে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে হবে। দেশের সংবিধান ও সার্বভৌমত্ব এবং জনগণের ভোটাধিকার নিশ্চিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।’
এদিকে, ইসির সিদ্ধান্ত অনুযায়ী জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে তিন দিনের মধ্যে ইসিকে জানানোর বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘মেরুকরণ সমীকরণ চলছে। আমরা সময় চাইবো।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।
-সূত্র বাংলা ট্রিবিউন

No comments

Powered by Blogger.