নওগাঁ থেকে অপহৃত কলেজ ছাত্রী নীলফামারী থেকে উদ্ধার

চিত্রা নিউজ ডেস্ক:  নওগাঁয় অপহরণ মামলার ভিকটিম আখিঁ (১৬) নামের এক কলেজ ছাত্রীকে পুলিশ উদ্ধার করেছে । আখিঁ নওগাঁর সাপাহার উপজেলার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ধামইরহাট উপজেলার ভাত গ্রামের আব্দুর রশিদের মেয়ে বলে জানা গেছে। এ বিষয়ে আখিঁর বাবা সাপাহার থানায় গত ২৪ সেপ্টেম্বর বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং- ২৩)। সাপাহার থানার ওসি শামসুল আলম শাহ্’র নির্দেশনায় ওই মামলার তদন্তকারী অফিসার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক গত ২০ নভেম্বর নীলফামারী জেলার ডিমলা থানার অর্ন্তগত মধ্য চাতনাই গ্রাম থেকে আঁখিকে উদ্ধার করে সাপাহার থানায় নিয়ে আসেন। পরদিন বুধবার ভিকটিমের জবানবন্দী লিপিবদ্ধ করার জন্য নওগাঁ কোর্টে প্রেরন করা হয়েছে।

No comments

Powered by Blogger.