চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়েকে অপরহরণ ও হত্যা
চিত্রা নিউজ ডেস্ক: আশুলিয়ার মরাগাং এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার রাতে একটি ‘চলন্ত বাসে’ এক নারীকে হত্যা করে সড়কে ছুড়ে ফেলে দেয়া হয়েছে।
নিহত জরিনা খাতুন (৪৫) সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার খাজকাউয়ালী গ্রমের আলী আকবরের (৭৫) মেয়ে।
বাবা আলী আকবর জানান, ওই বাসটি থেকে তাকে মেরে জোর করে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়ে চালক ও হেলপার মেয়েকেসহ বাসটি নিয়ে চলে যায়। পরে পুলিশের সাহায্যে আশুলিয়া ব্রিজ এলাকা থেকে মেয়ের লাশ পান। আশুলিয়া থানার ওসি রিয়াজুল হক দিপু বলেন, সিরাজগঞ্জ থেকে বাবাকে সাথে নিয়ে জরিনা তার মেয়ের আশুলিয়ার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার সন্ধ্যায় সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশে বাবা-মেয়ে ইউনিক এলাকার বাস স্ট্যান্ড থেকে একটি বাসে চড়েন। আকবর আলীর বরাত দিয়ে ওসি আরও বলেন, বাসটি থেকে যখন অধিকাংশ যাত্রী নেমে পড়ে তখন বাসের চালক ও সহকারীসহ বাসটিতে থাকা চার ব্যক্তি জরিনা ও তারা বাবার ওপর হামলা চালায়। তারা তাদের মারধোর করে মোবাইল ফোন, টাকা ছিনিয়ে নেয়। জরিনা প্রতিবাদ করলে তাকে আঘাত করা হয়। একপর্যায়ে বাবা আকবর আলীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়া হয়। এতে তিনি আহত হন।
টহল পুলিশকে দেখে আকবর আলী ঘটনাটি জানালে পুলিশ আশুলিয়া ব্রিজ এলাকা থেকে জরিনার মরদেহ উদ্ধার করে।
ঘটনার তদন্ত ও দোষিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি
নিহত জরিনা খাতুন (৪৫) সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার খাজকাউয়ালী গ্রমের আলী আকবরের (৭৫) মেয়ে।
বাবা আলী আকবর জানান, ওই বাসটি থেকে তাকে মেরে জোর করে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়ে চালক ও হেলপার মেয়েকেসহ বাসটি নিয়ে চলে যায়। পরে পুলিশের সাহায্যে আশুলিয়া ব্রিজ এলাকা থেকে মেয়ের লাশ পান। আশুলিয়া থানার ওসি রিয়াজুল হক দিপু বলেন, সিরাজগঞ্জ থেকে বাবাকে সাথে নিয়ে জরিনা তার মেয়ের আশুলিয়ার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার সন্ধ্যায় সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশে বাবা-মেয়ে ইউনিক এলাকার বাস স্ট্যান্ড থেকে একটি বাসে চড়েন। আকবর আলীর বরাত দিয়ে ওসি আরও বলেন, বাসটি থেকে যখন অধিকাংশ যাত্রী নেমে পড়ে তখন বাসের চালক ও সহকারীসহ বাসটিতে থাকা চার ব্যক্তি জরিনা ও তারা বাবার ওপর হামলা চালায়। তারা তাদের মারধোর করে মোবাইল ফোন, টাকা ছিনিয়ে নেয়। জরিনা প্রতিবাদ করলে তাকে আঘাত করা হয়। একপর্যায়ে বাবা আকবর আলীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়া হয়। এতে তিনি আহত হন।
টহল পুলিশকে দেখে আকবর আলী ঘটনাটি জানালে পুলিশ আশুলিয়া ব্রিজ এলাকা থেকে জরিনার মরদেহ উদ্ধার করে।
ঘটনার তদন্ত ও দোষিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি
No comments