কালীগঞ্জে অস্ত্র, গুলিসহ এক জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জের বলিদাপাড়া এলাকা থেকে আসাদুজ্জামান বিপ্লব (২৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ওয়ার শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে যশোর জেলার মাটি পুকুরিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, বৃহস্পতিবারর দিনগত রাতে জেলার কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া সার গোডাউনের পিছনে চেকপোস্ট বসায় গোয়েন্দা পুলিশ। এসময় দ্রুত গতিতে আসা একটি মটর সাইকেলের গতিরোধ করে আসাদুজ্জামান বিপ্লবকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগের ভিতর থেকে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে এলাকায় অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল এবং যশোর জেলা থেকে কালীগঞ্জ রেল স্টেশনের দিকে যাচ্ছি বলেও জানায় পুলিশ।
এদিকে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪৪ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
No comments