কোটচাঁদপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :ঝিনাইদহের কোটচাঁদপুরে মহান বিজয় দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদার সহিত মহান বিজয় দিবস-২০১৮ উদযাপনের জন্য এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ম- আহ্বায়ক শহিদুজ্জামান সেলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, আ.লীগ নেতা কাজী আলমগীর, সাবদারপুর ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, মডেল থানার সেকেন্ড অফিসার ব্রজ বল্লভ সাধু, কোটচাঁদপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ।
No comments