দুই বাসের প্রতিযোগিতা: একটি পানিতে আরেকটি খাদে, আহত ৩০

চিত্রা নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় দুই বাস প্রতিযোগিতা করতে গিয়ে একটি পানিতে আরেকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩০ যাত্রী আহত হয়েছেন। শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৩ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পিংকি পরিবহন ও ওরিন পরিবহনের যাত্রীবাহী বাস দুটি প্রতিযোগিতা করে। এসময় উপজেলার ভদ্রঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে দুই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা শিকার হয়। এতে পিংকি পরিবহনের বাসটি ব্রিজের নিচে পানিতে পড়ে যায় এবং ওরিন পরিবহনের বাসটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে দুই বাসের অন্তত ৩০ যাত্রী আহত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।-ইউএনবি

No comments

Powered by Blogger.