সমর্থকদের শুভেচ্ছায় সাংসদ আনোয়ারুল আজীম আনার
স্টাফ রিপোর্টারঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে গতকাল সোমবার ৩০০ আসনের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।এম.পি আনোয়ারুল আজীম আনার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আ.লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নের চিঠি হাতে তুলে দেয়া হয়।অপরদিকে মনোনয়নের চিঠি হাতে পাওয়ার পর আজ সোমবার এম.পি ঢাকা থেকে ঝিনাইদহ আলমখালীবাজারে পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় দলের ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।পরে নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার ১৫ টি ইউনিয়ন ও পৌরসভার সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং সকল ইউনিয়নে ইউনিয়নে পৌছেই সকলের উদ্দেশ্যে আ.লীগের উন্নয়ন, অর্জন, অবদান ইত্যাদি সম্পর্কে বক্তব্য করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেয়ার কথাও বলেন তিনি।
No comments