নাশকতার মামলায় শৈলকুপা পৌরসভার সাবেক মেয়রসহ ৩ জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত অন্য দুইজন হলেন-মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক মামুন জোয়ার্দ্দার।ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শৈলকুপা উপজেলার পাইকপাড়া সরকারি বিদ্যালয় মাঠে বেশ কয়েকজন নাশকতার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও খলিলুর রহমান, আমজাদ হোসেন ও মামুন জোয়ার্দ্দারকে আটক করা হয়।
No comments