৫% প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা ঘোষণা করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম।
স্টাফ রিপোর্টার।।
বৃহস্পতিবার ( ৮ নভেম্বর) সংগঠনের সভাপতি মোঃ সাইদুল হাসান সেলিম এবং মহাসচিব মো. আব্দুল খালেক স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে এ কৃতজ্ঞতিা প্রকাশ করা হয়।
তারা আশা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমেই দেশের এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণ হবে।উল্লেখ্য জাতীয়করণসহ বিভিন্ন দাবীতে বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারি ফোরামের ব্যানারে চলতি বছরের ১০ জানুয়ারী থেকে ২৯ জানুয়ারী ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০ দিন অনশন কর্মসূচী পালন করে।
ঐ কর্মসূচীতে শিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবদ্বয় অনশনরত শিক্ষকদের ৫% প্রবৃদ্ধি এবং ২০% বৈশাখী ভাতার প্রতিশ্রুতি দিয়ে অনশন ভঙ্গ করান।
No comments