বিএনপি সারাদেশে আতঙ্ক ছড়িয়ে দেয়ার যড়যন্ত্র করছে : আইনমন্ত্রী
চিত্রা নিউজ ডেস্ক :বিএনপি সারাদেশে আতঙ্ক ছড়িয়ে দেয়ার যড়যন্ত্র করছে,শুক্রবার (১৬ নভেম্বর) সকালে আখাউড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির হেলমেট পড়া তথাকথিত সন্ত্রাসীরা পুলিশের গাড়ি ধ্বংস করেছে, আগুনে পুড়িয়েছে। আগুনসন্ত্রাস বিএনপির একটি পুরানো অভ্যাস। বিএনপির অভ্যাস হচ্ছে নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়া। নির্বাচন কমিশন সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আইনমন্ত্রীর এপিএস রাসেদুল কাউছার জীবন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, আইনমন্ত্রীর পিও শফিকুল ইসলাস সোহাগ, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা প্রমুখ। এর আগে ট্রেনযোগে আইনমন্ত্রী একদিনের সফরে তার নির্বাচনী এলাকা আখাউড়ায় আসেন। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
No comments