কালীগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মিঠু গ্রেফতার
কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিঠু গাজী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে কালীগঞ্জ পৌরসভার আড়পাড়ার (মাঠপাড়া) আমজাদ গাজীর ছেলে। মঙ্গলবার রাত ১১ টার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশ থেকে তাকে আটক করা হয়। সকালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশ থেকে ১৫৪ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে একাধিক মামলার আসামী।
এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলার পর সকালে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলার পর সকালে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
No comments