পোরশায় বৃষ্টির জন্য নামাজ ও দোয়া অনুষ্ঠিত
চিত্রা নিউজ ডেস্ক: নওগাঁর পোরশা সরাইগাছি ঈদগাহ মাঠে পাঁচ শতাধীক জনগণের অংশ গ্রহণে বৃষ্টির জন্য নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র অঞ্চল খ্যাত এ উপজেলায় আমন ধান উৎপাদনে বৃষ্টির পানির উপর নির্ভর করতে হয়। বর্ষাকালে বৃষ্টির পানি দিয়ে চাষাবাদ করলেও দির্ঘ্যদিন বৃষ্টি না হওয়ায় আমন ধান নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আমন ধান বাঁচানোর জন্য বৃষ্টি নির্ভর উপজেলার সরাইগাছি ঈদগাহ মাঠে নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। সোমবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বৃষ্টির জন্য দুই রাকাত নামাজ আদায় ও দোয়া করা হয়েছে। নামাজ ও দোয়া পরিচালনা করেন সোমনগর মাদ্রাসার মোহতামিম হাফেজ মাও: আব্দুল কুদ্দুস ।
No comments