ভ্যান চালকের গৃহবধূ ধর্ষণ থানায় মামলা
কালীগঞ্জ(ঝিনাইদহ)সংবাদদাতা ॥
ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াসিম আকরাম নামের এক ভ্যান চালকের গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। ১৯ অক্টোবর সকালে উপজেলা রাখালগাছি ইউনিয়নের সুবিধপুর গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে শুকুর আলী ওরফে ভোলা তাকে ধর্ষণ করে। এ ঘটনায় রোববার (২১ অক্টোবর) দুপুরে ভ্যান চালক ওয়াসিম আকরাম বাদি হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, গত ১৯ অক্টোবর সকাল ১০ দিকে ভ্যান চালকের স্ত্রী বাড়ির পাশের বাগানে খড়ি কুড়াতে গেলে একই গ্রামের লম্পট শুকুর আলী ওরফে ভোলা তাকে জোরপূর্বক ধরে নিয়ে একটি মেহগনি বাগানের মধ্যে ধর্ষণ করে। এ ঘটনায় কালীগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ধর্ষিতা গৃহবধুকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ঘটনার পর ধর্ষক ভোলা এলাকা থেকে পালিয়ে গেছে। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছে।
No comments