সরকারের উন্নয়ন ভাবনা নিয়ে কালীগঞ্জে সংবাদ সম্মেলন
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃবর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ কার্যক্রমের আওতায় ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার বেলা ৩ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্না রানী সাহা । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক। এসময় কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেনসহ কালীগঞ্জের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে সরকারের বিভিন্ন সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে আলোচনা করা হয়।
No comments