শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’র শুভ উদ্বোধন
চিত্রা নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন থেকে দেশেই পোড়া রোগীদের উন্নত চিকিৎসা হবে। চিকিৎসার জন্য আর তাদের বিদেশে যেতে হবে না। আজ (বুধবার) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভবিষ্যতে এই ইনস্টিটিউটে আরও আধুনিক যন্ত্রপাতি আনা হবে। এ ছাড়া এখানে কাজ করা চিকিৎসক ও নার্সদের বিদেশে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানানা প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০১৪ ও ১৫ সালের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। শুধু নির্বাচন ঠেকানোর নামে হাজার হাজার মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়। খালেদা জিয়াই গুলশান অফিসে এসে বসে বললেন, আমাদের সরকার উৎখাত না করা পর্যন্ত ঘরে ফিরবেন না। ঘরে বসে তার আন্দোলন কী? মানুষ পুড়িয়ে মারা। ‘এইভাবে আগুন দিয়ে প্রায় চার হাজার মানুষকে তারা পুড়িয়েছে। তার মধ্যে পাঁচশ মানুষ মৃত্যুবরণ করেছে। প্রায় তিন হাজার আটশ গাড়ি পুড়িয়েছে।’ শেখ হাসিনা আরও বলেন, , যাদের গাড়ি পুড়িয়েছে, আমি আমার সাধ্যমতো তাদের সাহায্য করেছি। যারা পোড়া, আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। ওই সময় বার্ন ইউনিটের চিকিৎসক ও নার্সরা যে পরিশ্রম করেছেন, তার জন্য তাদের বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, দগ্ধদের অনেকে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এখন তারা মুখাপেক্ষী হয়ে দিন কাটাচ্ছেন। আমি আমার সাধ্যমতো তাদের সাহায্য করে যাচ্ছি।
শেখ হাসিনা বলেন, দগ্ধদের অনেকে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এখন তারা মুখাপেক্ষী হয়ে দিন কাটাচ্ছেন। আমি আমার সাধ্যমতো তাদের সাহায্য করে যাচ্ছি।
No comments