শৈলকুপায় ছাত্রাবাস থেকে শিবির কর্মী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি-:ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দননগর এলাকার একটি ছাত্রাবাস থেকে সাখাওয়াত হোসেন (২৪) নামের এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে আনন্দনগর এলাকার রাফি ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাখাওয়াত হোসেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার আমশোলা গ্রামের আবু সাঈদের ছেলে। সে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র।ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, রাতে সেখানে অভিযান চালিয়ে ১ টি মোবাইল, ১ টি ল্যাপটপ, ১০ পিচ পাঞ্জাবী, ছাত্রশিবিরের সাথী সহায়িকা বই, সদস্য ফরম, টাকা সংগ্রহের রেজিস্ট্রার ও ইসলামী বই জব্দ করা হয়। সাখাওয়াত হোসেন কর্মী বাড়ানোর জন্য ছাত্রদের দাওয়াত দিয়ে খাওয়াত এবং পাঞ্জাবী উপহার দিত।
No comments