কালীগঞ্জে ১কোটি ৭০লক্ষ টাকা ব্যয়ে রাস্তা উদ্বোধন
কালীগঞ্জ প্রতিনিধি:ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা পিরোজপুর বটতলা থেকে সাঁকোর বাজার পর্য়ন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা উদ্বোধন করা হয়েছে। ১কোটি ৭০লক্ষ টাকা ব্যয়ে শুক্রবার সকালে রাস্তাটি উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। এই উপলক্ষে উপজেলার পিরোজপুর বটতলায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। ৯নং বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ১১ নং রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল মন্টু, ইঞ্জিনিয়ার সানাউল হক প্রমূখ।
No comments