মানবজমিন সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি:দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে প্রেসক্লাব কালীগঞ্জ। শনিবার সকালে কালীগঞ্জ শহরের মেইন বাসষ্ঠ্যান্ডে ঘন্টাব্যাপী মানবববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, প্রেসক্লাব কালীগঞ্জের সভাপতি জাকারিয়া হোসেন, প্রেসক্লাব কালীগঞ্জের সাধারণ সম্পাদক ্ও মানবজমিন প্রতিনিধি তোফাজ্জেল হোসেন তপু, মোহনা টিভির সোহেল আহমেদ, বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, আরটিভির শিপলু জামান,দৈনিক আমার সংবাদেও শাহ আলম প্রমুখ।মানববন্ধন থেকে বক্তারা অতিবিলম্বে সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
No comments