ঝিনাইদহে শরৎকালেও কুয়াশায় শীতের আগমনী বার্তা

ঝিনাইদহ প্রতিনিধি:
ঋতু পরিক্রমায় এখন চলছে শরৎকাল। ভোরের সকালটা ঝকঝকে থাকার কথা। অথচ ঝিনাইদহের সকালে হঠাৎ করেই দেখা দেয় কুয়াশা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হঠাৎ করেই কুশায়াচ্ছন্ন হয়ে পড়েছে শহর-গ্রাম।
মঙ্গলবার (০৯ অক্টোবর) ভোর রাত থেকে শুরু হয়ে সকাল সাড়ে ৮টা পর্যন্ত কুয়াশা ছিল। অনেকে কুয়াশাকে শীতের আগমনী বার্তা বলে মনে করছেন। অসময়ে ঘন কুয়াশার কারণে ধান, সবজিসহ ফসলের ক্ষতি হবে বলে জানিয়েছে কৃষকেরা।
সদর উপজেলার চুটলিয়া গ্রামের কৃষক নজির উদ্দিন বলেন, হঠাৎ করে এমন কুয়াশা ধানের জন্য ক্ষতিকারক। কুয়াশার কারণে ধানের বাইল বেরুলে তা নষ্ট হয়ে যাবে।
এদিকে সুর্যের মুখ দেখা না যাওয়ায় সড়ক-মহাসড়কে দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

No comments

Powered by Blogger.