কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে উপকরণ বিতারণ
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জে রবি/২০১৮-১৯ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে উপকরণ বিতারণ কর্মসূচীর শুভ উদ্ধোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বুধবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এই কর্মসূচীর উদ্ধোধন করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ জাহিদুল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, সোনার বাংলা ফাউ-েশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ^াস, কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ। আলোচনা সভা শেষে ৮৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে (প্রত্যেক কৃষককে ১ কেজি সরিশার বীজ, ঢ্যাব ২০ কেজি ও পটাশ ১০ কেজি) বিনা মূল্যে বিতারণ করা হয়।
No comments