ভোটের গনসংযোগে নতুন মাত্রা ফেসবুক লাইভের মাধ্যমে জনতার মুখোমুখি এমপি আনার
কালীগঞ্জ প্রতিনিধি:দিনভর চষে বেড়ান নির্বাচনী এলাকার প্রত্যান্ত গ্রামাঞ্চলে। একের পর এক ছোট বড় বাজার ও গ্রামে গিয়ে সভা সমাবেশ শেষে ঠিক রাত ৯ টার আগেই ফিরে আসেন দলীয় অফিসে। এরপর কোন বিশ্রাম ছাড়াই রাত ৯ টা থেকেই ফেসবুক লাইভে বসেন জনতার মুখোমুখি প্রশ্নউত্তরে। ফেসবুক লাইভে তিনি তার নিজ নির্বাচনী এলাকার সাধারন মানুষের ব্যাক্তিগত সমস্যা, জনদুর্ভোগ সহ নানাবিধ অভাব অভিযোগের কথা শুনে সমাধান ও পরামর্শ দিয়ে থাকেন। এভাবেই ফেসবুক লাইভের মাধ্যমে ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এমপি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট চেয়ে প্রচার প্রচারনা চালাচ্ছেন। পাশাপাশি ফেসবুকেই সাধারন মানুষের জিজ্ঞাসিত নানান প্রশ্নের উত্তর দেওয়া সহ তার নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডও তুলে ধরছেন।অনেকটাই ব্যাতিক্রমী সামাজিক এ যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভের সেশনে প্রশ্ন উত্তরে উৎসাহী জনতার অংশগ্রহন বেশ সাড়া পড়তে দেখা গেছে। প্রতিরাতেই তার ফেসবুক লাইভে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে নানান সম্প্রদায়ের মানুষ অংশ নিচ্ছেন। তাদের পরামর্শ ও অভিযোগ শোনার পরই দ্রুত সমাধানের প্রতিশ্রুতিও দিয়ে থাকেন। তবে এমন অনুষ্টানের মাঝেও আবার কেউ কেউ ফেক আইডি ব্যাবহার করেও লাইভে এসে অশ্লীল ছবি ও বিব্রতকর প্রশ্ন করে থাকেন। তিনি তাদেরকেও সহজ ভাষায় উত্তর দিয়ে থাকেন। এভাবেই এমপি আনার লাইভের মাধ্যমে সহজ উত্তর প্রদান করায় আনেকে আবার কমেন্টের মাধ্যমে তার সন্তোষজনক প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। ফেসবুক লাইভে আসা এমপি আনার বলেন, তিনি এবারই প্রথম গত ১ সপ্তাহ ধরে তার নির্বাচনী এলাকার জনগনের মুখোমুখি বসছেন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের জবাবদিহিতা ও বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের প্রচার সহ জনকল্যানমুলক কর্মকান্ডে নিজেকে আত্মনিয়োগ করতেই তার এ ফেসবুকে অংশগ্রহন। তিনি নিয়মিতই তার ফেসবুক প্রোফাইল পেইজ থেকে সরাসরি জনগণের নানান সমস্যার কথা শুনতে ও জবাব দিতে পারায় খুশি বলে জানান।কালীগঞ্জের মত একটি মফস্বল শহরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একজন সংসদ সদস্যের এমন ব্যাতিক্রম কার্যক্রমটি সর্বমহলেই বেশ প্রশংসিত হয়েছে।
No comments