কালীগঞ্জে এমপি আনারের দিনভর ব্যস্ততম সময় পার
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহ কালীগঞ্জের কোলা বাজার ইউনাইটেড হাইস্কুল ও গাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের দুটি ৪ তলা উবর্ধমূখী ভবনেরশুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ -৪ আসনের সাংসদ আনোয়রুল আজিম আনার ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ উপলক্ষে কোলা হাইস্কুল মাঠে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও ২ নং জামাল ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এম.পি আনার বলেন আ’লীগ সরকার উন্নয়নের সরকার। তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সকল খাতেই উন্নয়ন হয়েছে। তবে শিক্ষাখাতে আজ আমুল পরিবর্তন এসেছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা সরকারী বই হাতে পাচ্ছে। পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠান আজ সরকারীকরণ হচ্ছে। নতুন নতুন অবকাঠামো তৈরী হরা হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আ’লীগকে জয়যুক্ত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কোলা ইউনিয়নের চেয়ারম্যান আইউব হোসেন মোল্যা, প্রধান শিক্ষক জালাল উদ্দীন, বিজয় বিশ্বাস, শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস, আ’লীগ নেতা ওলিয়ার রহমান সাগর বিশ্বাস,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান মিঠু মালিথা,আ’লীগ নেতা আব্দুল গফ্ফার, যুবলীগ নেতা মনিরুল ইসলাম, শিক্ষক আব্দুল ওহাব জোয়ার্দ্দার প্রমূখ। এরপর তিনি এ এলাকার সকল পূজামন্ডুপ পরিদর্শন করেন। এর আগে সকালে তিনি বারোবাজার ইউনিয়নের এম.এস.জে এল মাধ্যমিক বিদ্যালয়ের উবর্ধমূখী নতুন ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মালিয়াট ইউনিয়নের বারপা- তত্তিপুর পাকা সড়কের ওপর সেতুর শুভ উদ্বোধন ঘোষনা করেন।
No comments