কালীগঞ্জে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি আনার
কালীগঞ্জ প্রতিনিধিঃঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদরাসায় নতুর চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫নং শিমলা রোকনপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন চৌধরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান মতি, ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, ঝিনাইদহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ হাদিউজ্জামান হাদি, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতা ও পাতবিলা দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান মাহমুদ মিনি প্রমুখ।অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ আনোয়ারুল আজীম আনার সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় এলে শিক্ষা ক্ষেত্রে ব্যপক উন্নয়ন হয়। রাস্তা, মসজিদ মন্দিরসহ দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হয়। তাই উন্নয়ন ধরে রাখতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বার্চনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান করেন।
No comments