কালীগঞ্জে উন্নয়ন মেলা উপলক্ষে র‌্যালী

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালীটি বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার সুর্বণা রানী সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যাদব সরকার, থানার অফিসার ইনচার্জ ইউনুস আলী, জেলা পরিষদেও সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা,সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক,শিক্ষার্থী,বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানীর নেতৃত্বে উন্নয়ন মেলায় নারীর ক্ষমতায়নে নারীদের বাইসাকেল র‌্যালী বের করা হয়।



No comments

Powered by Blogger.