ঝিনাইদহে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে মাদক মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ গোলাম আযম এ দন্ডাদেশ প্রদাণ করেন।দন্ডিতরা হলো- যশোর কোতয়ালী থানার চাউলিয়া গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে হারুন অর রশিদ ও ঝিনাইদহ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের হারেজ বিশ্বাসের ছেলে গোলাম মোস্তফা মস্ত।মামলা বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের বিসিক শিল্প এলাকা থেকে ৫’শ বোতল ফেন্সিডিল ও একটি ট্রাকসহ চালক হারুন অর রশিদকে আটক করে র্যাব। এ ঘটনায় ওইদিন চালক ও মালিক গোলাম মোস্তফার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়। দীর্ঘ তদন্ত ও শুনানী শেষে ওই দুই জন দোষি প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডাদেশ প্রদাণ করেন।
No comments