মহেশপুরে এক পেয়ারা চাষীর ৪২ শতক জমির পেয়ারা গাছ কেটে দিয়েছে দূর্বিত্তরা


চিত্রা নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ নং মান্দারবাড়ীয়া ইউনিয়নের মান্দারবাড়ীয়া গ্রামের ফজলুর রহমানের পুত্র মোঃ আনোয়ার হোসেনের চাষকৃত ৪২ শতক জমির ৫০৪ টি ফল সমৃদ্ধ পেয়ারা গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দূর্বিত্তরা। আজ ২২শে অক্টোবর সোমবার সরেজমিনে দেখা যায়, মান্দারবাড়ীয়া গ্রামের মাঠপাড়ার কালীতলা নামক মাঠে আনোয়ারের চাষকৃত উক্ত জমিতে সর্বমোট ৫০৪ টি ফলসমৃদ্ধ পেয়ারা গাছ গোড়া থেকে কর্তন অবস্থায় পড়ে রয়েছে। শত্রুতাবশত অথবা অন্যকোনো অসৎ উদ্দেশ্য সাধনের জন্য (২১ অক্টোবর) রবিবার গভীর রাতে কে বা কারা লক্ষাধিক টাকার ঐ গাছগুলো কেটে রেখে গেছে । এব্যাপারে জমির মালিক মোঃ আনোয়ার হোসেনের সাথে কথা বলা হলে তিনি অশ্রু মিশ্রিত কন্ঠে বলেন, ‘আমার সাথে কারোরই কোনো ঝঞ্জাট অথবা শত্রুতা নেই। আমি জানিনা কারা আমার এতবড় ক্ষতি করলো; যারা আমার এতবড় ক্ষতি করলো আল্লাহ যেন তাদের বিচার করেন!’ তিনি আরো বলেন, ‘আমি গতকাল(রবিবার) রাত সাড়ে ৯টার দিকেও মাঠ থেকে একবার পেয়ারা বাগান ঘুরে দেখে এসেছি, তখন সবকিছুই স্বাভাবিক ছিলো। কিন্তু সকালে গিয়ে দেখি আমার বাগানের গাছ গুলো কাটা অবস্থায় পড়ে রয়েছে!’ এব্যাপারে ভিকটিম আনোয়ার হোসেন অজ্ঞাতনামা’য় মহেশপুর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

No comments

Powered by Blogger.