শহীদ ছাএনেতা ওহিদুজ্জামান হেডলীর ২৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্খে আলোচনা ও দোয়া মাহফিল
কালীগঞ্জ প্রতিনিধি:কালীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পাটির উদ্যোগে পাটির অস্থায়ী কার্ষালয়ে শহীদ ছাএনেতা ওহিদুজ্জামান (হেডলি) ২৫তম মৃতু বার্ষিকী পালন উপলক্খে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রদান অতিথী হিসাবে বক্তব্য রাখেন উজেলা জাতীয় পাটির সভাপতি আকলাচুজ্জামান ডাবলু ,সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু,সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন বাকু,সহ-সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দীক,পৌর জাতীয় পাটির সভাপতি মোঃ বাবলুর রহমান,জাতীয় ছাএসমাজের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও জেলা ছাএ সমাজের সাধারণ সম্মাদক সুলতান আহাম্মেদ সোহাগ,কেন্দ্রীয় ছাএনেতা রশিদুল আলম রশিদ, উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ ইউনুছ আলী,পৌ জাতীয় যুবসংহতির সভাপতি সুলতান রাজা জুযেল,মোঃওলিয়ার রহমান ও অহিদুজ্জাসান কালু প্রমুখ ।
No comments