ঝিনাইদহ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে চিত্রাংকন ও আলোচনা সভা
ঝিনাইদহ প্রতিনিধি:বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে চিত্রাংক প্রতিযোগিতা, শিক্ষার্থীদের সঠিক ভাবে হাত ধোয়ার অনুশিলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুনিকেতন পাঠশালা চত্বরে বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্ক (বিএফএসএন) এর আয়োজনে ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালনায় এ কর্মসূচী পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এরিয়া কো অডিনেটর হাফিজুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আনোয়ারা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, সুনিকেতন পাঠশালার প্রধান শিক্ষিকা আলহাজ্ব রোকেয়া খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কিশোর কুমার কাজল। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
No comments