বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী পালিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ রোববার দিনব্যাপী বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকালে বীরশ্রেষ্ঠের মিউজিয়ামে তাঁর প্রতিকৃতিতে স্থানীয় এমপি মোঃ নবী নেওয়াজ পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করেন।
সরকারী বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর আরশাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আ.লীগের সাধারন সম্পাদক এমদাদুল হক বুলু, পান্তাপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল হক মাষ্টার, বাঁশবাড়ীয়া আ.লীগের সভাপতি নওশের মল্লিক, এসবিকে আ.লীগের সভাপতি নজরুল ইসলাম বগা, কলেজের প্রভাষক রুহুল আমিন শাহিন ও শাহীন আলম প্রমুখ। এর আগে শোক র্যালী এবং সর্বশেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বীরশ্রেষ্ঠের নিজ গ্রাম খর্দ্দ খালিশপুরেও বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
No comments