ঝিনাইদহে ফেন্সিডিলসহ মা-মেয়ে আটক

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়া এলাকা থেকে ফেন্সিডিলসহ মা ও মেয়েকে আটক করেছে পুলিশ।
বুধবার মহিলা কলেজপাড়া এলাকার মাদ্রাসা সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো- মাগুরার পারনান্দুয়ালী গ্রামের মৃত আবু বক্করের স্ত্রী রোকেয়া বেগম (৫০) ও তার মেয়ে ফাতেমা বেগম (৩৫)।
ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহিলা কলেজপাড়া এলাকার মাদ্রাসা সড়কের একটি বাড়িতে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিলসহ ওই দুই জনকে আটক করে। আটককৃতরা শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া থেকে মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

No comments

Powered by Blogger.