ঝিনাইদহে বিনা ধান-১৬’র ফসল কর্তন ও মাঠ দিবস
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে স্বল্প জীবনকাল সম্পন্ন বিনা ধান-১৬ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র মাগুরা ও ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ। এসময় বক্তব্য রখেন প্রশিক্ষণ অফিসার ওয়াহিদুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুজিত জোয়ার্দ্দার, সমর কুমার মিত্র, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মাগুরা উপকেন্দ্রের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ, কনিষ্ঠ পরীক্ষন কর্মকর্তা মৃনাল কুমার শীল, বৈজ্ঞানিক সহকারী-২ আ স ম মুশফিকুর রহমান।এসময় বক্তরা বলেন- ‘দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষি জমির পরিমান কমে যাচ্ছে। সে জন্য স্বল্প জমিতে অধিক ফসল ফলাতে বৈজ্ঞানিক কর্মকর্তারা নতুন নতুন জাত উদ্ভাবন করে চলেছে। তারই একটি জাত বিনা ধান-১৬। এ ধান চাষ করে কৃষকরা স্বল্প সময়ে অধিক ফসল ফলাতে সক্ষম হবে।’ ফলন বেশি হওয়ায় আগামিতে এ ধানের চাষাবাদ আরও বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। মাঠ দিবসে কৃষি কর্মকর্তাসহ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
No comments