রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় নসিমনের ৩ আরোহী নিহত
চিত্রা নিউজ ডেস্ক:জেলার বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী নসিমনের তিন আরোহী নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।খবর ইউএনবির। নিহতরা হলেন- উপজেলার বাঘুটিয় গ্রামের এলেম সরদারের ছেলে নসিমনের চালক ইমরান সরদার (২২) এবং শহিদুল শেখের ছেলে যাত্রী সরোয়ার শেখ (২০) ও শুকুর আলীর ছেলে সাকিল (২২)। যাত্রীরা সবাই স্থানীয় রাজ্জাক জুট মিলের শ্রমিক। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, দুপুরে লেভেল ক্রসিংয়ে রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়াগামী শাটল ট্রেনের সাথে একটি যাত্রীবাহী নসিমনের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১১ জন আহত হন।
আহতদের ফরিদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান ওসি।
আহতদের ফরিদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান ওসি।
No comments