কালীগঞ্জে মোচিক কর্মকর্তার ইন্তেকাল
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের সহ-ব্যাবস্থাপক (হিসাব) এস এম আশরাফ হোসেন (৪৫) শুক্রবার ভোর ৩ টায় হৃদরোগে আক্্রান্ত হয়ে খুলনা ফোরটিক হাসপাতালে মৃত্যু বরন করেছেন (ইন্নালিল্লাহে..........রাজেউন)। শুক্রবার দুপুরে সাতক্ষিরা জেলার শ্যামনগর তার গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে দাফন করা হয়েছে। এছাড়াও তার কর্মস্থল মোবারকগঞ্জ চিনিকলের মসজিদে বাদ জুম্মা মরহুমের স্বরনে গায়েবানা জানাজা এবং দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এদিকে মরহুমের অকাল মৃত্যুতে মোচিক অফিসার্স এ্যসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি সুগার মিলের মহাব্যবস্থাপক ইউসুপ আলী শিকদার ও সাধারন সম্পাদক উপ- ব্যবস্থাপক (ভান্ডার) বিশ্বাস আব্দুর রাজ্জাক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এক শোক বার্তা দিয়েছেন।
No comments