পরকিয়া প্রেমের টানে প্রবাসির স্ত্রীর নিরুদ্দেশ
চিত্রা নিউজ ডেস্ক: যশোরের ঝিকরগাছার বেড়ারুপানি গ্রামেরপ্রবাসীর স্ত্রী রিপা (২৭) পরকিয়ার টানে স্বামীর ঘর ছাড়লেন। গৃহ বধু রিপা ঝিকরগাছা থানার বেড়ারুপানি গ্রামের মালয়েশিয়া প্রবাসী সুরুজ মিয়ার (৩৩) স্ত্রী। একই উপজেলার মুকুন্দপুর গ্রামের সমছের আলীর মেয়ে।রিপা গত ১৮ই অক্টোবর তার মায়ের সাথে বাবার বাড়ীতে যান।যাওয়ার সময় রিপা তার পরিচ্ছেদ্দ্য পোশাক ও সাথে ৪ (চার) ভরি সোনার গড়ন সহ নগদ ১৫০০০০/= (একলক্ষপঞ্চাশ হাজার) টাকা নগত সহ ২৬ শে অক্টোবর তার বাবার বাড়ি মুকুন্দপুর গ্রামের মালেকের ছেলে তোতার (৩০) এর সাথে অজানার উদ্দ্যেশ্য পাড়ি দেন। রিপার শ্বশুর তার বাবার বাড়িতে খোজ নিয়ে না পেয়ে রিপার নিকট ফোন দিলে রিপা গালি দিয়ে বলেন যে, সে আর কোনদিন তার ছেলের সংসারে ফিরবে না। নিরুপায় হয়ে রিপার শ্বশুর ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ প্রশাসন বলেন যে পুর্ন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
No comments