কোটচাঁদপুরে জাতীয় কন্যা শিশু ও বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত এবং মানববন্ধন অনুষ্ঠিত
তবিবুর রহমান, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ“থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
অন্যদিকে “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্য নিয়ে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে সকাল ১১ থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানার সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা, উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মীর কাশেম আলী, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল ও যুগ্ন-আহ্বায়ক গোলাম সরোয়ার সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
No comments