ঝিনাইদহ মাদার তেরেঁসা ব্লাড ব্যাংক’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ মাদার তেরেঁসা ব্লাড ব্যাংক এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার বিকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মাদার তেরেসা ব্লাড ব্যাংক এর সভাপতি এস.এম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দ্দার বাবলু, বাপা'র সভাপতি খন্দকার হাফিজ ফারুক, মাদার তেরেসা ব্লাড ব্যাংকের উপদেষ্টা রাজু আহমেদ মিজান, যুগ্ন আহবায়ক তারেক মাহমুদ জয়, সাংগঠনিক সম্পাদক সুরভী ইসলাম, অর্থ সম্পাদক জিকু শেখ, দপ্তর সম্পাদক মিঠুন বসু, সহ-সাধারণ সম্পাদক আসাদুর রহমান কদর, সদস্য হৃদয় আকাশ রানাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রক্ত দেওয়া একটি মহৎ কর্ম। মানুষকে রক্ত দিয়ে সাহায্য করার মধ্যে যে আনন্দ তা অন্য কোনো সাহায্যের আনন্দ থেকেও বেশী। আমি নিজেও অনেকবার রক্ত দিয়েছি আসুন মানবতা কল্যাণে এগিয়ে আসি ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়।
No comments