ঝিনাইদহে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, গ্রেফতার-১
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামে মনিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আনোয়ার হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ১১ টারদিকে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম ওই গ্রামের নাজির হোসেন মন্ডলের ছেলে।
নিহতের পিতা জানান, মনিরুল ইসলাম ঢাকায় ট্রাক চালায়। বৃহস্পতিবার বিকেলে সে বাড়িতে আসে। রাত ১১ টার দিকে বাড়ির পাশের চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিল মনিরুল ইসলাম। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।ঝিনাইদহ সদর থানার এস আই শিকদার মনিরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নামে হত্যা ও ডাকাতি মামলা আছে। ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। নিহতের পিতা নাজির মন্ডল বাদি হয়ে শুক্রবার সকালে ৭ জনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। আনোয়ার হোসেন একই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।
নিহতের পিতা জানান, মনিরুল ইসলাম ঢাকায় ট্রাক চালায়। বৃহস্পতিবার বিকেলে সে বাড়িতে আসে। রাত ১১ টার দিকে বাড়ির পাশের চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিল মনিরুল ইসলাম। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।ঝিনাইদহ সদর থানার এস আই শিকদার মনিরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নামে হত্যা ও ডাকাতি মামলা আছে। ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। নিহতের পিতা নাজির মন্ডল বাদি হয়ে শুক্রবার সকালে ৭ জনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। আনোয়ার হোসেন একই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।
No comments