ঝিনাইদহে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে জাতীয় শ্রমিক লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে শুক্রবার বিকেলে শহরের মুজিব চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক কুমার ধর, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদসহ অন্যান্যরা। এসময় বক্তারা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
No comments