ঝিনাইদহে সড়ক নিরাপদ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি:‘‘আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়বো’’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নিরাপদ সড়কের দাবিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে সোমবার সকালে শহরের জেলা প্রশাসকের অফিস থেকে র্যালীটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, বিআর টিএর সহকারী পরিচালক বিলাস সরকার, পরিদর্শক ফরহাদ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এছাড়াও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর জেলা সভাপতি এ্যাডঃ মনোয়ারুল হক লাল, সাধারণ সম্পাদক নিয়ামুল হক সবুজসহ নিসচার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সড়ক নিরাপদ করতে সবাইকে সতর্কতার সাথে চলাচল করতে আহবান জানান। পাশাপাশি যানবাহন চালকদের ট্রাফিক আইন কানুন মেনে চলার জন্য বলা হয়।
No comments